ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

পশ্চিমবঙ্গে বাস-লরির সংঘর্ষ: নিহত ৮  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ২৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪৫, ২৬ ডিসেম্বর ২০১৮

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

Ekushey Television Ltd.

ভারতের পশ্চিমবঙ্গে চন্দ্রকোণার খেঁজুরডাঙা এলাকায় বাস ও লরির মধ্যে সংঘর্ষের ঘটনায় আট জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই ঘটনা আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, প্রায়ই ওই রাস্তায় দুর্ঘটনা ঘটে। তারপরেও প্রশাসনের তরফ থেকে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।

স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে খেঁজুরডাঙার দিকে যাচ্ছিল একটি বাস। সেই সময়ই উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আহত হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে কমপক্ষে ৩০ জন যাত্রী ছিল।

পুলিশ বলছে, বাসের গতি বেশি থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। অনেকে দাবি করেছেন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্তে নেমেছে পুলিশ।

তথ্যসূত্র: কলকাতা ২৪×৭

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি